হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
হ্যালো বাংলাদেশ নিউজঃসিলেটের ওসমানীনগরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও নবায়নবিহীন লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনা করায় ৪ ফার্মেসির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ফার্মেসিগুলো থেকে জব্দ করা মেয়াদউর্ত্তীন ঔষধ জনসম্মুখে আগুনে পুড়ানো হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার গোয়ালাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স নবায়ন না থাকায় ৪ ফার্মেসির মালিকদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গোয়ালাবাজারের শাহজালাল মেডিকেল সেন্টার ১০ হাজার, পপুলার ড্রাগ হাউজ ১০ হাজার, জতিন্দ্র ড্রাগ হাউজ ১০ হাজার ও জননী ফার্মেসি থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ফার্মেসিগুলো থেকে জব্দ করা মেয়াদউর্ত্তীন ঔষধ জনসম্মুখে আগুনে পুড়ানো হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সিলেটের তত্ত্বাবধায়ক শিকদার কামরুল ইসলাম, ওসমানীনগর থানার এস আই বাসিত ও ইউওন অফিসের পেশকার জুলফিকার রহমান জুলফিকার।
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানিয়েছেন এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)