হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯
হ্যালো বাংলাদেশ নিউজঃযুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা বেশ কয়েকটি বেসরকারি সংস্থার ওপর অবরোধ দিতে যাচ্ছে চীন। এই তালিকায় আছে এনডোমেন্ট ফর ডেমোক্রেসি, হিউম্যান টস ওয়াচ, ফ্রিডম হাউস, ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং জানিয়েছেন, এই সংস্থাগুলো গত ছয় মাসে হংকংয়ের অস্থিরতায় খুব ‘বাজেভাবে’ কাজ করেছে।
পাশাপাশি হংকংয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিদর্শনও তারা বাতিল ঘোষণা করেছে।
এর আগে গত সপ্তাহে হংকং নিয়ে দুটি বিল পাস করেছে ওয়াশিংটন। এর ফলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ওয়াশিংটন হংকংয়ের ওপর অবরোধ আরোপ করতে পারবে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সেখানে যথাযথ স্বায়ত্তশাসন আছে কিনা তা পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। আরেকটি আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র হংকংয়ে টিয়ারগ্যাস, পিপার স্প্রে, রাবার বুলেট, স্টেন গানসহ বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যবহৃত সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সেই সময় এই আইনকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে ভয়ানক হস্তক্ষেপ এবং কর্তৃত্বপরায়ন আচরণ হিসেবে উল্লেখ করেছে দেশটি।
‘আমরা যুক্তরাষ্ট্রকে ইচ্ছামতো আচরণ না করার পরামর্শ দিচ্ছি, নয়তো চীন দৃঢ়ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে’, জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাডকেও তলব করেছে তারা।
যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা অবরোধ হংকং নিয়ে যুক্তরাষ্ট্রের আইন পাসের পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির বেশ কয়েকটি এনজিওর ওপর অবরোধ আরোপের হুমকি দিয়েছে চীন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যদের হংকং সফর বাতিল ঘোষণা করা হয়েছে
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)