হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২০
নিউজ ডেস্কঃ
বিবিসি পার্সিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার মাধ্যমে ওই এমপিরা সংক্রমিত হয়ে থাকতে পারেন। করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় গত কয়েকদিন ধরে ২৯০ সদস্য বিশিষ্ট দেশটির সংসদ অধিবেশন স্থগিত রয়েছে।
চীনের পরে ইরানেই করোনাভাইরাস সবচেয়ে ভয়াবহ আকার ধারন করেছে। এর আগে গতকাল সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা ও একজন সাবেক রাষ্ট্রদূত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ছাড়া দেশটির একজন উপরাষ্ট্রপতি, জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রধান কর্মকর্তাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।
দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি আজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৭ জন। এ ছাড়া এ ভাইরাসে ২ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে, ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)