হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
আমাদের নিকট প্রতিবেশী দেশ চীন। সেখানে করোনা ভাইরাস নামে ছড়িয়ে পড়েছে ভয়াবহ মহামারি। গণ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ৪ হাজার ১৯৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বলা বাহুল্য, এ জাতীয় খবর গণমাধ্যমে যতটুকু প্রকাশ হয়, প্রকৃত অবস্থা আরও ভয়াবহ থাকে, যা কোনো সরকারই প্রকাশ করতে চায় না।
কিভাবে এ ভাইরাস ছড়িয়ে পড়ল? কেন করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করল? এসকল মহামারীর বিভিন্ন সাইন্টিফিক কারণ থাকতে পারে যা চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে আমরা ইতিমধ্যে কিছু জানতে পেরেছি। কেউ কেউ বলছেন, চীনারা ইঁদুর, বাদুড়, কুুকুর, বিড়াল জাতীয় বন্যপ্রাণী খাওয়ার কারণে এই ভাইরাস ছড়াচ্ছে। ডাক্তারি কারণ যাই হোক, আমাদের সেটা দেখার বিষয় নয়। হাদীসে এসকল মহামারির যে কারণ বলা হয়েছে, তা হচ্ছে, অশ্লীলতার ভয়াবহ সয়লাব। খুল্লাম খোলা অশ্লীল কাজে লিপ্ত হওয়া কোনো সম্প্রদায়ে মহামারি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হিসাবে বলা হয়েছে হাদীস শরীফে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন কওমের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে তখন তাদের মধ্যে এমন এমন রোগব্যাধি ছড়িয়ে পড়বে যা ইতিপূর্বে দেখা যায়নি। (ইবনে মাজাহ ৪০১৯) । এ সকল মহামারীর সময় মুসলমান হিসেবে আমাদের কি করা উচিত? এ বিষয়ে ইসলামের শিক্ষা অনেক স্পষ্ট।এসকল অবস্থায় আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে, আল্লাহর তাকদীরের উপর খুশী থাকা। সাওয়াবের আশা নিয়ে ধৈর্য ধারণ করা।
রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম সর্বপ্রথম আমাদেরকে এসব অবস্থায় সান্ত্বনা দিয়েছেন। হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, মহামারি আল্লাহ তাআলার একটি শাস্তি। তবে তা মুসলমানদের জন্য আল্লাহর রহমত। (বোখারী ৩৪৭৪) যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে তাদের পায়ে যদি কোনো কাটাও ফুটে, আল্লাহর কাছে এরও বিনিময় পাওয়া যাবে। সুতরাং এ অবস্থায় যারা ধৈর্য্য ধারণ করে তাদের জন্য এটি মহামারি নয়। এদের জন্য আল্লাহর রহমত। এর মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়। এসকল মহামারির সময় যারা সাওয়াবের নিয়তে ধৈর্য ধারণ করে, এবং আক্রান্ত এলাকা থেকে পালিয়ে যায় না হাদীস শরীফে এসেছে তারা শহীদের মর্যাদা লাভ করবে।
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)