হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০
আলিম রাজ(ওসমানীনগর)ঃসিলেটের ওসমানীনগরে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের ৪০ বছর বয়সী একজন ইন্সপেক্টর ও ইউএনও অফিসের ২৬ বছর বয়সী একজন পরিচ্ছন্নতা কর্মী এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে এই দুইজনের রিপোর্ট পজেটিভ হয়েছে বলে বার্তা পাঠিয়েছে।
ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের ইন্সপেক্টর পরিবার নিয়ে সিলেট শহরে বসবাস করেন আর প্রতিদিন ওসমানীনগর থানায় সার্কেল অফিসে এসে দায়িত্ব পালন করেন। ইউএনও অফিসের পরিচ্ছনতা কর্মী উপজেলার ভার্ড হাসপাতালের নুনু মিয়ার বাসায় ভাড়া থাকেন। তার বাড়ি সুনামগঞ্জের বিসম্ভরপুর উদর উপজেলায়। ওসমানীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন এই দুইজন সহ মোট ৯জন আক্রান্ত হলেন।
ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী ওসমানীনগর সার্কেল অফিসের এক ইন্সপেক্টর ও ইউএনও অফিসের এক পরিচ্ছন্নতা কর্মী করোনা শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউএনও অফিসের পরিচ্ছন্নতা কর্মী গত ১৯ মে তাজপুর হাসপাতালে নমুনা প্রদান করে আর সার্কেল অফিসের ইন্সপেক্টর ২/৩ দিন পূর্বে সিলেট সদর হাসপাতালে নমুনা প্রদান করেন। আর গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের দুজনের করোনা পজেটিভ রিপোর্ট আমাদের হাতে আসে। অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) মো. রফিকুল ইসলাম ও ইউএনও মোছা. তাহমিনা আক্তারকে দুজনের ব্যাপারে অবহিত করা হয়েছে।
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)