হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
হ্যালো বাংলাদেশ নিউজ ডেস্ক:
হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান উপলক্ষে
সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাউর ভাগ ও নিজ বাউর ভাগ পূর্ব গ্রামে আজ (২২ এপ্রিল) বুধবার কর্মহীন হতদরিদ্র ২৫৫ পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে হেল্পিং হ্যান্ডস। হেল্পিং হ্যান্ডস এর নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক, প্রবাসী ও এলাকার বিত্তবানদের যৌথ উদ্দ্যোগ ও সহায়তায় খুব দ্রুত সময়ের মধ্যে ফান্ড গঠন করে হেল্পিং হ্যান্ডসের পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে সূচারুরুপে তালিকা লিপিবদ্ধ করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে (১০ কেজি চাল,৩ কেজি আলু,২ লিটার তেল,২ কেজি ডাল,২ কেজি মটর,২ কেজি পিঁয়াজ ও ১ কেজি লবন) পেকেটিং করে রাতের আঁধারে প্রত্যেক তালিকাবদ্ধ পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেন হেল্পিং হ্যান্ডস এর সম্মানীত নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক ও সদস্যরা। সেই সাথে এলাকার মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং সরকারের নির্দেশনা মানার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় এবং এ মহামারীর সময়ে এলাকার জন্য পরবর্তী করণীয় নিয়ে আলোচনা ও পরামর্শ করা হয় ।এই মহতি উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। তারা হেল্পিং হ্যান্ডস এর সদস্যদের এবং সম্মানিত প্রবাসীদের ধন্যবাদ জানান।হেল্পিং হ্যান্ডস এর সদস্যগণও সিনিয়র ও মুরব্বিদের কৃতজ্ঞতা জানান।
হেল্পিং হ্যান্ডস এর কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গিকার করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় কর্মহীন মানুষের পাশে সাহায্যে এগিয়ে আসার আহবান জানান এবং সর্বোপরি আল্লাহর কাছে মানবতার জন্য এ প্রদর্শনহীন দান কবুলের জন্য দোয়া করা হয় ।
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)