হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধিঃ
“আগামী প্রজন্মকে যেমন মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের কাহিনী জানাতে হবে, ঠিক তেমনই হানাদার ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল শামসের হত্যা, নারী নির্যাতন, দমন, পীড়ন আর তাদের পৈশাচিকতা সম্পর্কেও অবহিত করতে হবে। যাতে তারা উভয়পক্ষের কথা জেনে সামগ্রিক মুক্তিযুদ্ধকে বুঝতে পারে। না হলে তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আর বীরত্বের কথা ভুলে যাবে”।
শুক্রবার রাতে মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্টে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক পথসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপরের কথা গুলো বলেন।
তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে আরও বলেন, ‘জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের শ্লোগান; আপনারা নিজ নিজ সন্তানকে মুক্তিযুদ্ধের ইতিহাস ভালোভাবে শিক্ষা দেন। তারা যদি ‘জিন্দাবাদের’ শ্লোগানে লিপ্ত হয়, তাহলে আমাদের আর ইজ্জ্বত থাকবে না।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরজান খান, যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, ছাত্রলীগ সভাপতি রুবেল আহমদ, কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আকমল হোসেন ও কলেজ ছাত্রলীগ সভাপতি রাহি খান, ফয়জলুল করিম তাজিমসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে আ’লীগ নেতারা রাজনগর কলেজ পয়েন্টকে মুক্তিযোদ্ধা চত্বর এবং প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী নামে নামকরণ করার দাবি জানান। এ ব্যাপারে মন্ত্রী সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
এর আগে সিলেট থেকে মৌলভীবাজার জেলা যাওয়ার পথে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা ও দলী নেতাকর্মীরা।
হ্যালো-বাংলাদেশ/ ডেস্ক/ এম. খান
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)