হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
বার্সেলোনা থেকে সৈয়দ জুয়েল হোসেন: গত কাল নয় জানুয়ারী রোজ বৃহস্পতিবার রাত আট ঘটিকার সময় বার্সেলোনার স্থানীয় এক রেস্টুরেন্টে বিয়ানীবাজার জনকল্যান সমিতির সিনিয়র সহ সভাপতি জনাব শামসুর রাহমান এর আমন্ত্রণে এক ন্যাশ ভোজের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব লুৎফুর রহমান সুমন।সাধারন সম্পাদক লোকমান হোসেন।সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম লায়েক। সহ সাধারন সম্পাদক শাহ আব্দুল কাদির। উপদেষ্টা আব্দুল বাছিত। করিম উদ্দীন।কবির উদ্দীন। রফিক উদ্দীন। কমিউনিটি ব্যক্তি ইকবাল হোসেন জুনাইদ। প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব সুবহান মিয়া ।আনহার মিয়া ।এলাইছ মিয়া ।শাহজালাল জামে মসজিদের ইমাম মওলানা ইসমাঈল হোসাইন। মাওলানা আবদাল হোসাইন।
ভয়েজ অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ।ভয়েজ অব বার্সেলোনার সিনিয়র সহ সভাপতি ও হ্যালো বাংলাদেশ ২৪নিউজ এর পাঠক ফোরাম এর সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সৈয়দ।সাধারন সম্পাদক এ আর লিটু। ভয়েজ অব বার্সেলোনা সান্তাকলোমা শাখার সভাপতি শামসুল ইসলাম।ভয়েজ অব বার্সেলোনার উপদেষ্টা ইফতেখার হোসেন কাশেম। মশিউর রহমান মোহন ।আজমল আলী। ভয়েজ অব বার্সেলোনার উপদেষ্টা পারভেজ আহমদ। সালাহ উদ্দীন।আজিজুর রহমান।রুয়েল আহমদ।জিলু আহমদ সহ বার্সেলোনা কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতা কর্মীরা।নৈশ ভোজের পূর্বে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম মওলানা ইসমাঈল হোসাইন।এতে বার্সেলোনা কমিউনিটি তথা বিশ্বের সকল মুসলমানদের শান্তির জন্য দোয়া করেন।
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)