fbpx

বিশ্বনাথে একদিনে পুলিশ সহ ১৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

বিশ্বনাথে একদিনে পুলিশ সহ ১৪ জনের করোনা শনাক্ত

বিশ্বনাথ প্রতিনিধি:

Advertisements


সিলেটের বিশ্বনাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। উপজেলায় নতুন করে এক দিনে পুলিশসহ ১৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের ফলাফল পজেটিভ আসে। নতুন করে আরও ১৪ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা। তিনি বলেন, পুলিশ-ব্যাংকার ও শিশুসহ করোনা পজেটিভ হয়েছেন আরো ১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই থানা পুলিশের সদস্য। তিনি জানান, আক্রান্তরা হলেন, বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের (বর্তমান রায়নগর রাজবাড়ী) বাসিন্দা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, উপজেলা সদরস্থ উত্তরা ব্যাংকের কর্মকর্তা ও তার চার বছরের শিশু পুত্র, থানার দুই এএসআই ও ৮ জন কনস্টেবল এবং উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের একজন। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে। এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ, নারী-শিশুসহ ২৮ জন সুস্থ হয়েছেন। বাকিরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

Advertisements

এ সংক্রান্ত আরও সংবাদ