fbpx

বিশ্বনাথে করোনায় ৫০ পেরিয়ে গেছে!

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

বিশ্বনাথে করোনায় ৫০  পেরিয়ে গেছে!

বিশ্বনাথ প্রতিনিধি:

Advertisements

মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায়। প্রায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন নতুন করোনা আক্রান্ত রোগী। গত কয়েকদিনের মধ্যেই উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সিলেটের বিশ্বনাথে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

গতকাল রবিবার (১৪ জুন) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় বিশ্বনাথের ব্যাংক স্টাফসহ ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- উপজেলা সদরের পূবালী ব্যাংকের একজন স্টাফ, উপজেলার শাহজিরগাঁও গ্রামের একজন, শ্বাসরাম গ্রামের একজন ও রাজাপুর গ্রামের একজন। উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

আক্রান্তদের মধ্যে পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাসহ ২৫ জন করোনাকে জয় করে সুস্থ জীবনে ফিরেছেন। উপজেলার মোট আক্রান্তের মধ্যে বিশ্বনাথ থানার পুলিশের সদস্য ৩৬ জন।

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, এখন পর্যন্ত উপজেলায় মোট ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisements

এ সংক্রান্ত আরও সংবাদ