fbpx

মুসলিম আমি

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

মুসলিম আমি

মোঃ আমির আলী

Advertisements

মুসলিম আমি চির রণবীর
আল্লাহ ছাড়া কারো কাছে করিনা নত শীর
চির উন্নত ছিলো মোদের শমশির।

আলী হায়দার,হামযা, ওমর
বীর খালিদ আর তারিকের বিজয়ী সমর
অন্যায় আর জুলুমের কতো দিয়েছি কবর।

মুসলিম আমি ইবনে বতুতা,ইবনে সিনা
এই জগতে নাই তাদের তুলনা।

আমি বেরেলভী,শরীয়ত উল্লা আমি তিতুমীর
সমাজ সুধিতে চায় তরিকায় নবীজীর।

মুসলিম আমি বখতিয়ার, ইবনে কাশিম
বক্ষে মোদের সাহস অসীম
সমস্ত জমিন জরিতে চায় খোদার অসীম।

মুসলিম আমি শাসক ছিলাম কর্ডোভা ও দিল্লির
শাসন করেছি, শোষণ করিনি
সাম্প্রদায়িকতার নেই কোন নজীর
এটাই ছিলো শিক্ষা মোদের নবীজীর।

Advertisements