হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০
স্পেনের বার্সেলোনা শহরতলীর ব্যস্ততম সড়ক (Calle Joaquín Costa 18) খোয়াকিন কস্তায় প্রসাদনি এবং পোশাকের শো-রুম লেবাসুত ত্বাকওয়া’র দ্বিতীয় শো-রুম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নতুন এ শাখা উদ্বোধন উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফিতা কাটার মাধ্যমে নতুন এই শোরুমটি উদ্বোধন করেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারী কন্সুলেট জেনারেল রামন পেদরো। এ সময় উদ্বোধনী অতিথিকে ফুল দিয়ে বরণ করেন লেবাসুত ত্বাকওয়া’র স্বত্তাধীকারী রুহুল আমীন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, বার্সেলোনা মুসলিম কমিউনিটির সাবেক সভাপতি আব্দুল মুকিদ খান, বর্তমান সভাপতি শহীদ আহমদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্পেন বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আজাজ জনি, ৫২ বাংলা টিভির ইউরোপ ব্যুরো চিফ মো. সালাহউদ্দিন, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব কামরুল মাহমুদ, পাকিস্তানি কমিউনিটি সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান, কামরুল ইসলাম, মাসুম আহমদ, আব্দুল কাদীর মাহাদি, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসিত, এলাই মিয়া সহ বার্সেলোনায় থাকা বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন। এসময় মোনাজাত পরিচালনা করেন, বার্সেলোনা শাহজালাল জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা ইসমাঈল হোসেন।
অনুষ্ঠান শেষে রুহুল আমীন বলেন, মূলতঃ প্রথম শোরোমের সাফল্য এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির চাহিদা মেটাতে এবং হালাল ব্যবসার প্রচেষ্টায় দ্বিতীয় এ শো-রোমের যাত্রা।
প্রবাসে বিভিন্ন প্রতিকূলতায় এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনা একটু দুরূহ হলেও কমিউনিটির সহযোগিতা পেলে পূর্বের ন্যায় ঘুরে দাঁড়াবেন বলে আত্মবিশ্বাসী প্রতিষ্ঠানটির কর্ণধার। সেক্ষেত্রে তিনি বার্সেলোনায় থাকা সকল প্রবাসী ভাই-বোনদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
হ্যালো-বাংলাদেশ/ ডেস্ক/ মুবিন
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)