fbpx

শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি এমপি মোকাব্বির

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি এমপি মোকাব্বির

ওসমানী নগর প্রতিনিধি:

Advertisements

  সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন অসুস্থ্য হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন। 

সোমবার (১৫ জুন) বিকেলে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)এ ভর্তি হয়েছেন। মোকাব্বির খানের এপিএস মো. জুবের খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্যার কয়েকদিন যাবত অসুস্থ বোধ করছিলেন। তিনি ঢাকায় সংসদ এলাকায় বাসায় অবস্থান করছিলেন। সোমবার শ্বাসকষ্ট বাড়ায় বিকেল ৩টার দিকে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। তিনি করোনায় আক্রান্ত কি-না এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মোকাব্বির খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচিত হন।

Advertisements

এ সংক্রান্ত আরও সংবাদ