হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০
সময়ের কথা
নাদিম হুসাইন দিপু
চুপ থাক কথা বলবি না
এখন তো আর রক্ষা পাবি না
নিরবে মেনে এই যাতনা,
আমি যে ধর্ষক,আমি তো খুনি
কখনো তা ভুলিস না!!
সেদিনের কথা আজও যায়নি তো ভুলা
রাস্তার পাশে ছোট্ট শিশু খেলছিল একা
মজা দিব বলে প্রলোভন দেখিয়ে তাকে
নিয়ে গেলাম পরিত্যক্ত একটা দালান বাড়িতে
সেখানে হাতপা বেঁধে,যৌনি পথ কেটে
রক্তাক্ত করে ধর্ষণ করেছি যে তাকে
তারপর গলা টিপে হত্যা যে করিলাম
সাক্ষ্য নেই বলে অবশেষে বেঁচে গেলাম।
কিছুদিন পরের কথা রাত তখন নয়টা
রাস্তা দিয়ে যাচ্ছে যুবতী মেয়ে একটা
ছিলাম তিনজন জাগলো মনে কাম-বাসনা
মনে করিলাম এই সুযোগ যাবেনা হাতছাড়া
ছুটিলাম তার পিছুপিছু আমরা যেন সবাই
কিছুদূর যাওয়ার পর দেখলাম জনশূন্য রাস্তাটাই
এইতো সুযোগ দিলাম ঝাঁপটা হাতমুখে ধরে
চিৎকার করতে চেয়েছিল,দেয়নি চিৎকার করতে
ইচ্ছেমত ভোগ করে করলাম খুন তারে
নিথর দেহটা রেখো আসলাম রাস্তার পাশে।
নতুন দম্পতি ঘুরতে গিয়েছিল এমসি কলেজে
ভোগের পাত্র হলো স্ত্রী,স্বামীর সামনে
মেহেদির রঙের হাতটা নাহি যেন শুকালো
নারী ধর্ষণ বলে তাজা শিরোনাম হলো
সব ধর্ষক জানি যে হয়েছে গ্রেফতার
জানিনা বিচার পাবে কি দম্পতি আর?
তনু,কুসুম,প্রীতি আরও কত মেয়ে
প্রতিদিন ধর্ষিত হচ্ছে মোদের স্বাধীন দেশে
কত আর শিরোনামের পাতায় পাতায় জুড়ে
ধর্ষিতার চরিত্র নিয়ে সমালোচনা করবে তবে
ধর্ষিতা যদি হয় তোমার আমার মা-বোন
তাহলে কেনো ঝড় তুলোনা প্রতিবাদের এখন
ধর্ষক মুক্ত একটি স্বাধীন দেশতো চাই
যেদেশে মা-বোনেরা নিরাপদে চলবে ভাই।।
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)