fbpx

সিলেট জজ কোর্টে এডভোকেট রহমত আলীর পরিচালনায় N.I. act এর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ন মামলায় আসামীকে খালাস

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

সিলেট জজ কোর্টে এডভোকেট রহমত আলীর পরিচালনায় N.I. act এর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ন মামলায় আসামীকে খালাস

স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা আইনজীবী সমিতির সবার প্রিয়  আইনজীবী রহমত আলী   মাননীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সিলেটর আদালতে N.I.Act (চেক ডিজওনার) এর একটি প্রতিদ্ধন্দিতাপুর্ন মামলায়( দায়রা মামলা নং ৮৭৭/২০১৮) আাসামীপক্ষে মামলা পরিচালনা করে বিগত ২৭/০৮/২০২০ ইং তারিখে আাসামীকে খালাস করিয়েছেন, প্রতিদন্দিতাপুরণ  N.I.Act এর মামলায়   আসামীপক্ষে খালাস করানো নিঃসন্দেহে একটি বিরাট কৃতিত্ব।
এ প্রসজ্ঞে আসামী হাজী ফয়জুর রহমানের আইনজীবী এডভোকেট রহমত আলী বলেন -কানাইঘাট উপজেলার মোঃ শামসুল ইসলাম বাদী হয়ে তারই বাল্যবন্ধু জকিগঞ্জ থানার  ফয়জুর রহমান কে আসামী করে N.I.Act এর ১৩৮ ধারার অভিযোগে ২০১৭ সালে সিলেটের বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ১৭,০০০০০/সতের লক্ষ টাকার জন্য কতোয়ালী সি আর ২০/২০১৮ইং মামলা দায়ের করেন।  পরবর্তিতে  মামলা টি বিচারের জন্য মাননীয় মহানগর দায়রা জজ আদালতে দায়রা মামলা নং ৮৭৭/১৮ইং মামলা হিসেবে রেকর্ড ভুক্ত  হয়ে মাননীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সিলেট এ বিচারের জন্য বদলী হইলে মাননীয় আদালত বিচারান্তে সার্বিক বিষয় পর্যালোচনায় ও উভয় পক্ষের জেরা জবান বন্দি সহ তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বিগত ২৭/০৮/২০২০ ইং তারিখে  প্রকাশ্য আদালতে  মাননীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এর বিজ্ঞ বিচারক জনাব মুমিনুন নেছা আসামীকে খালাস প্রদান করেন।
মামলার বিবরণে যানা যায় যে,বাদী সামছুল ইসলাম,আসামী ফয়জুর রহমানের কাছে ১৭ লাখ টাকা পাওনার দাবীতে চেকের বিপরিতে মামলা দায়ের কর দায়রা জজ আদালতে বিচারান্তে মাননীয় আদালত আসামী কে খালাস প্রদান করেন।আসামীর আইনজীবী আরও বলেন যে-আসামীপক্ষে নির্ভরযোগ্য সাফাই সাক্ষী প্রদান সহ বাদীকে পাওনা টাকা অনেক আগেই পরিশোধ করার স্বপক্ষে  গুরুত্বপূর্ণ দালিলিক প্রমানাদি উপস্থাপন করায় বিজ্ঞ আদালত আসামীকে খালাস প্রদান করেছেন।

Advertisements
Advertisements

এ সংক্রান্ত আরও সংবাদ