হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
হ্যালো বাংলাদেশ নিউজ ডেস্কঃ
বাংলাদেশ বিমানের ‘বিশেষ ফ্লাইটে’ সিলেট ত্যাগ করেছেন ১৪৬ বৃটিশ নাগরিক। করোনা পরিস্থিতির আগে তারা সিলেটে এসে আটকা পড়েছিলেন। অবশেষে গতকাল দুপুরে তারা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে ঢাকা গিয়ে পৌছেন। ঢাকা থেকে তারা ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। এসময় ব্রিটিশ হাইকমিশনার উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকাল ৯টায় বিমানের (বিজি-৪০০৬) ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সাড়ে ১১ টার দিকে ১৪৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় বিমানটি। দুপুরের দিকে সেটি হযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দরে গিয়ে পৌছে। সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের ম্যানেজা হাফিজ আহমদ জানিয়েছেন- বিশেষ ফ্লাইটে ১৪৬ জন যাত্রী ঢাকা গেছেন। সবাইকে পরীক্ষার করে বিমানে তোলা হয়।
বৃটিশ নাগরিকদের নিতে বিমানের আরও তিনটি ফ্লাইট চলতি মাসের ২৩, ২৫ ও ২৬ এপ্রিল পরিচালনা করা হবে। যাত্রীদের প্রত্যেকের পাসপোর্ট খতিয়ে দেখে বিমানে তোলা হয়েছে। তাদের সঙ্গে ২০ কেজি করে মালামাল নিতে পারছেন। বিমানে দু’জন পাইলট ও ছয়জন কেবিন ক্রু দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)