হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ৫ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্ব জুড়েই বাড়ছে শঙ্কা। করোনার নতুন ধরন ওমিক্রনে অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু হয়েছে। এটিই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির হাসপাতালে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ওমিক্রনে অস্ট্রেলিয়ায় শনাক্ত বাড়তে শুরু করলেও হাসপাতালে রোগী ভর্তির হার কম হওয়ায় এখনই কোনো বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে না কর্তৃপক্ষ।
নিউ সাউথ ওয়েলসের মহামারী বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেছেন, এটিই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা।
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৮৩ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৬ জনের। সূত্র : রয়টার্স।
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)