fbpx

ওসমানীনগরে গলায় ফাঁস লাগিয়ে দুই সন্তানের স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

ওসমানীনগরে গলায় ফাঁস   লাগিয়ে দুই সন্তানের স্ত্রীর আত্মহত্যা


ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে দুই সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন। নিহতের নাম সালমা বেগম (৩২)। সে উপজেলার সাদীপুর ইউনিয়নের পূর্ব কালনীরচর গ্রামের কাতার প্রবাসী আব্দুল কাদিরের স্ত্রী।
জানা যায়, গতকাল ২৭ অক্টোবর বিকাল ৩টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের পূর্ব কালনীরচর গ্রামের কাতার প্রবাসী আব্দুল কাদিরের বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে সালমা বেগম। বিকাল ৩টার পরে নিহতের ছোট ছেলে মসজিদের ইমামের জন্য ভাত দিতে টিফিন নিয়ে বাড়িতে গিয়ে দেখতে পায় তার মা ঘরের তীরের সাথে ঝুলে রয়েছে। তখন তার চিৎকার শুনে বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে ওসমানীনগর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসমানীনগর থানার অফিসার্স ইন্চার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisements
Advertisements

এ সংক্রান্ত আরও সংবাদ