fbpx

ওসমানীনগরে দক্ষিণ কালনীর চর মসজিদে লাশ বহনের খাটিয়া ও চৌকি প্রদান

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

ওসমানীনগরে দক্ষিণ কালনীর চর মসজিদে লাশ বহনের খাটিয়া ও চৌকি প্রদান


ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের দক্ষিণ কালনীর চর উত্তর পাড়া জামে মসজিদে আল আমানা ফাউন্ডেশন ইউ কে এর উদ্যোগে লাশ বহনের স্টীলের খাটিয়া ও গোসলের খাট (চৌকি) প্রদান করা হয়েছে।
আজ ১২ ফেব্রæয়ারী জুম্মাবার বেলা ২টায় মসজিদে খাটিয়া ও চৌকি প্রদানকালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের বাংলাদেশ শাখা সভাপতি রোটা: আজিজুর রহমান ডালিম, সদস্য জাহাঙ্গীর আলম, হোসাইন আলী, হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া, ছাদিক মিয়া,আব্দুল হাই,সুমাদ আহমদ,মসজিদের মোতাওয়াল্লী সমাজসেবক বাহার মিয়া, ইমাম হাফেজ ক্বারী মাও. আরিফ জুনেজা, গ্রামের মুরব্বী সাবেক ইউপি সদস্য আরজু মিয়া,আব্দুল লতিফ, আব্দুল বাছিত,আখলিছ মিয়া, শাহীন মিয়া,আব্দুর রুপ প্রমূখ।
মসজিদে খাটিয়া ও লাশ ধোয়ার চৌকি প্রদান করায় আল আমানা ফাউন্ডেশনের যুক্তরাজ্যস্থ কর্মকর্তা হাজি মিজান আলী, সমছু মিয়া, কাওছার আহমদ, হাফিজুর রহমান শামীম, সেলিম মিয়া, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম ও শাহনুর আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামের মুসল্লিগণ।

Advertisements
Advertisements

এ সংক্রান্ত আরও সংবাদ