হ্যালো বাংলাদেশ ২৪ নিউজ ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
নিউজ ডেস্কঃঅস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্টিত ২০১৯-২০২০ সালের ১ম সারির আঞ্চলিক টেস্ট টুর্নামেন্টে রয়েল বেঙ্গল স্পোর্টস ক্লাবর হয়ে বছরের “সেরা চ্যাম্পিয়ন প্লেয়ার (ম্যান অফ দা সিরিজ)” এবং “সেরা ব্যাটসম্যান” হিসিবে নির্বাচিত হয়েছেন সিলেটের মোহাম্মদ মাহমুদুল হক ফরহাদ । গত ১৯ জানুয়ারী ২০২১, এক বর্ণাঢ্য অনুষ্টানের মাধ্যমে মেলবোর্নের হুপার্স ক্রসিং-এ ফরহাদের হাতে পুরুস্কার তুলে দেন ভিক্টোরিয়া ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অ্যালেন কুক এবং জিওফ গুক। ২০১৮ সালে, ফরহাদ মেলবোর্নের আরেকটি টুর্নামেন্টে সেরা বোলার-এর পুরস্কার জিতেন ।
জানা যায় যে, ২০০৯ সালে জাতীয় প্রেস ফাউন্ডেশন বিসিবির উদ্দ্যোগ আয়োজিত পেসার হান্ট ক্যাম্প এ সিলেট জেলা থেকে ফরহাদ একমাত্র বোলার হিসাবে ঢাকা বিকিসপিতে নির্বাচিত হন। বর্তমানে ফরহাদ উচ্চতর ডিগ্রী শেষে অস্ট্রেলিয়াতে স্থায়ী ভাবে বসবাস করছেন। তার স্ত্রী ফাহিমা বেগম মেলবোর্নর বিখ্যাত মনাশ ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে উচ্চতর ডিগ্রী সম্পন্ন করে, বর্তমানে পাবলিক হেলথ সেক্টরে কর্মরত আছেন। ছোটবেলা থেকেই উচ্চ শিক্ষত পরিবার ঘরে উঠা ফরহাদ পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অনেক সুনাম অর্জন করছেন. উনার গর্বিত পিতা, সিলেট ব্যাবসায়ী সমিতির সিনিয়র প্রাক্তন সভাপতি এবং শুকরিয়া মার্কেটের সাধারণ সম্মাদক ফজলুল হক এবং মাতা মাহমুদা হক-এর দ্বিতীয় পুত্র।ফরহাদ সহ ৩ ভাই, ফয়সল হক পড়ালেখা শেষ করি শুকরিয়া মার্কেট বিসনেস করছেন ও ফারহান হক ডিগ্রী শেষ করি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পেশায় কাজ করছেন. ২ বোন দিনা বেগম ও ডায়না বেগম পড়ালেখা শেষ করে ২ জন যুক্তরাজ্য স্থায়ী বাসিন্দা. উনার বড় ভাই ফয়সল হক এক সময় ভালো ক্রিকেটার ছিলেন । ফরহাদের পরিবার সিলেট নগরীর শিবগঞ্জ এর গোলাপ বাগ এলাকার বাসিন্দা এবং তার গ্রামের বাড়ি সিলেটের জগন্নাথপুর থানার রানীগঞ্জ ইউনিয়ন-এর রোওয়াইল “বড় বাড়ি”।
Santa Anna
Bercelona, Spain
Tel: +34 631 72 10 58
hellobd24news@gmail.com
উপদেষ্টা মন্ডলীর সভাপতিঃ শিকদার মুহাম্মদ কিবরিয়াহ
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ শাহ নেছার আলী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রুহুল আমীন
নির্বাহী সম্পাদকঃ সাদেক আহমদ শিকদার
ব্যবস্হাপনা সম্পাদকঃ রেজাউল করিম (সুমন)