Subscribe
আল-আকসায় লাইলাতুল কদরে দুই লাখ মুসল্লির অংশগ্রহণ

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে রমজানের ২৬তম রাতে তারাবীহ নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এই নামাজে প্রায় দুই লাখ ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেছেন।

আল-আকসা মসজিদ পরিচালনাকারী ওয়াকফ বিভাগ জানায়, রমজান মাসে আল-আকসায় সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিতির রেকর্ড হয়েছে। জেরুজালেমে ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও এক লাখ ৮০ হাজারের বেশি মুসল্লি তারাবীহ নামাজে অংশ নেন।

লাইলাতুল কদর বা শবে কদর একটি মহিমান্বিত রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। তবে রাতটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি; বরং রমজানের শেষ ১০ দিনের যেকোনো একদিন তা হতে পারে। পবিত্র কোরআনে এই রাতকে হাজার রাতের চেয়ে উত্তম বলা হয়েছে।

এই রাতের ফজিলত অর্জনের জন্য মুসল্লিরা আল-আকসা মসজিদে অবস্থান করেন এবং বিশেষ ইবাদতে মগ্ন থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *